Ridge Bangla

অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিদের সিন্ডিকেট-নিয়োগ বোর্ডে না রাখার অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের বাছাই বোর্ডে অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), প্রো-ভিসি ও কোষাধ্যক্ষদের সদস্য হিসেবে রাখার প্রক্রিয়া বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপাচার্যদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, ইতিমধ্যে যারা এসব কমিটিতে মনোনীত হয়েছেন, তাদের জায়গায় নতুনভাবে অন্য শিক্ষকদের নাম প্রস্তাব করারও অনুরোধ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ভিসি, প্রো-ভিসি এবং কোষাধ্যক্ষরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে রয়েছেন এবং তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকা আবশ্যক। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী, তারা অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কমিটিতে সদস্য হিসেবে কাজ করতে পারেন না।

সেজন্য, রাষ্ট্রপতি (যিনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর) কর্তৃক গঠিত সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা শিক্ষক-কর্মকর্তা নিয়োগ বোর্ডের সদস্য মনোনয়নের ক্ষেত্রে এসব পদে থাকা ব্যক্তিদের নাম না পাঠানোর জন্য উপাচার্যদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন