বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ষষ্ঠ সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, “আদালতের রায়ের আলোকে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হয়েছে। ২০০৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দলটি দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধিত হয়েছিল—এ তথ্য আমাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
কমিশনার আরও বলেন, “একবার কোনো দলকে প্রতীক দেওয়া হলে, সেটি আরপিও (Representation of the People Order)-এর বিধান অনুযায়ী ওই দলের জন্য সংরক্ষিত থাকে। সেই সূত্র ধরেই জামায়াতকে আবার প্রতীকসহ নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, “আমরা আপিল বিভাগের পর্যবেক্ষণ গভীরভাবে পর্যালোচনা করেছি এবং তাদের রেফারেন্স বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছি—গেজেট প্রকাশের মাধ্যমেই নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়ে গেছে।”
নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।