Ridge Bangla

জোট ছেড়ে ডাচ সরকারকে পতনের মুখে ফেললেন কট্টর ডানপন্থী নেতা

নেদারল্যান্ডসে এক বছরেরও কম সময়ের মধ্যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে ভেঙে পড়েছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। কট্টর ডানপন্থী নেতা গীর্ট উইল্ডার্স তাঁর দল পিভিভি (ফ্রিডম পার্টি) সরকার-সমর্থিত জোট থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

মূলত অভিবাসন নীতি নিয়ে তীব্র মতবিরোধের জেরে মঙ্গলবার (৩ জুন) সকালে প্রধানমন্ত্রী ডিক স্কোফ জোট নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। কিন্তু এই বৈঠক মাত্র এক মিনিট স্থায়ী হয়। বৈঠক শেষে উইল্ডার্স সংবাদমাধ্যমকে জানান, “আমাদের দল আর এই জোটে নেই।”

উইল্ডার্স জোট থেকে বেরিয়ে যাওয়ার আগে ১০টি কঠোর আশ্রয়নীতির প্রস্তাব দেন, যার মধ্যে ছিল:

  • নতুন আশ্রয়প্রার্থী গ্রহণে নিষেধাজ্ঞা

  • শরণার্থী কেন্দ্র নির্মাণ বন্ধ

  • পরিবার পুনর্মিলনের সীমা নির্ধারণ

তবে নীতিগুলোর বেশিরভাগ আগে থেকেই আইনি সীমাবদ্ধতার কারণে বাতিল হয়ে গিয়েছিল।

উইল্ডার্সের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তাঁর সাবেক জোটসঙ্গীরা। ভিভিডি নেত্রী ও জোটের মুখ্য চরিত্র দিলান ইয়েসিলগোজ বলেন, “এটি একটি চরম দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।” বিবিবি নেত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী মোনা কাইজার মন্তব্য করেন, “উইল্ডার্স এই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”

বিরোধী দলগুলো ঘটনাটিকে ইতিবাচকভাবে দেখছে। সমাজতান্ত্রিক পার্টির মতে, “দেশটি অবশেষে একটি রাজনৈতিক জিম্মি অবস্থা থেকে মুক্তি পেয়েছে।”

ডাচ প্রধানমন্ত্রী স্কোফ আজই রাজা উইলেম-আলেক্সান্ডারের কাছে তাঁর মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির স্থানীয় সময় আগামী শরতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ততদিন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবেন বর্তমান মন্ত্রীরা।

আরো পড়ুন