Ridge Bangla

সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঢাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

রোববার (১৮ মে ২০২৫) বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “সাম্য মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। পাঁচ দিন পার হলেও প্রকৃত খুনি শনাক্ত হয়নি। আমরা একটি আইওয়াশ গ্রেপ্তার দেখেছি। এই নাটক আমরা মানি না।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেন, “এই সময়ের মধ্যে প্রকৃত খুনি চিহ্নিত না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।” তিনি আরও অভিযোগ করেন, “সাম্য হত্যার বিষয়টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে, আমরা তা হতে দেব না।”

মানববন্ধনে বক্তারা সাম্যকে ‘টার্গেটেড কিলিং’-এর শিকার দাবি করে বলেন, যেভাবে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা সাধারণ কারও পক্ষে সম্ভব নয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত—আমার ছাত্র দুর্বৃত্তের ছুরির আঘাতে মারা গেল, অথচ আমরা নিরাপদ ক্যাম্পাস গড়তে পারিনি। সাম্য ছিল পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা, তার মতো আর কেউ যেন প্রাণ না হারায়।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে যে নতুন রাজনৈতিক আবহ তৈরি হয়েছে, তা একশ্রেণির পরাজিত শক্তির গাত্রদাহের কারণ হয়ে উঠেছে। তারাই সাম্যকে টার্গেট করেছে।”

বক্তারা আরও বলেন, সাম্য হত্যার বিচার শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিয়ে করতে হবে। অন্যথায় দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ মে (মঙ্গলবার) স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের নেতা সাম্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

আরো পড়ুন