Ridge Bangla

সাম্য হত্যার বিচার দাবিতে ধর্মঘট পালন করছেন ঢাবি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ণদিবস ধর্মঘট পালন করছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদসহ একাধিক একাডেমিক ভবনে তালা দেওয়া হয় সকালেই।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, “এত বড় একটি হত্যাকাণ্ডের পর অর্ধদিবস শোক পালন যথাযথ নয়। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বহীন সিদ্ধান্ত।” এর প্রতিবাদেই তারা পূর্ণদিবস ধর্মঘটের ডাক দিয়েছেন।

পরে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণদিবস শোক পালন এবং ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়।

এদিকে হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, সাম্যের হত্যার ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরো পড়ুন