Ridge Bangla

ডিএসই’র সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে কিছু অসাধু চক্রের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চক্রগুলো ডিএসই’র নাম ব্যবহার করে ট্রেকহোল্ডার কোম্পানি বা তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করছে। তারা বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ কিংবা ঘোষিত কিন্তু বিতরণ না হওয়া লভ্যাংশ ঘুষের বিনিময়ে পাওয়ার প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্য চাচ্ছে।

এই প্রতারকরা মোবাইল ফোন, ই-মেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে এনআইডি নম্বর, বিওআইডি নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, জন্ম সাল, এমনকি বিকাশ, নগদ ও অন্যান্য পেমেন্ট গেটওয়ের ওটিপি নম্বর পর্যন্ত জানতে চাইছে।

ডিএসই স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের যোগাযোগ সম্পূর্ণ প্রতারণামূলক এবং তাদের নীতিমালার পরিপন্থী। তারা কখনোই বিনিয়োগকারীদের কাছ থেকে এমন তথ্য চায় না।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ডিএসই অনুরোধ জানিয়েছে, এ ধরনের যেকোনো সন্দেহজনক বার্তা বা ফোনকল পেলে তা সঙ্গে সঙ্গে এড়িয়ে চলুন এবং ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

আরো পড়ুন