নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় ছুরিকাঘাতে শাহাদাত (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি পার্কের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহাদাত নতুন জিমখানা এলাকার ৩ নম্বর গলির বাসিন্দা। তার বাবার নাম গিয়াসউদ্দিন, যিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দুইজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে কয়েক যুবকের সঙ্গে শাহাদাতের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, নিহত শাহাদাত একজন চিহ্নিত মাদককারবারি ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদককারবার সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।