দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৪ মে) তার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সন্ধ্যায় দেশের দুই প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে তিনি পৃথকভাবে বৈঠকে বসবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৭টায় বিএনপির এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকের উদ্দেশ্য হলো আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের পথ খোঁজা।
এর আগে, গত ১৯ মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও তারা সাড়া পাননি। তার দাবি, অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু ‘আওয়ামী ঘরানার দোসর’ ও উচ্চাভিলাষী ব্যক্তিরা বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন।
অন্যদিকে, ২৩ মে জামায়াতে ইসলামী তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকের পর দেশের সংকট নিরসনে প্রধান উপদেষ্টার প্রতি সর্বদলীয় আলোচনার আহ্বান জানিয়েছিল।
একই দিন সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সিদ্ধান্ত গ্রহণে ‘জুলাই অভ্যুত্থান’, ‘জাতীয় ঐক্য’ ও ‘জনআস্থার গুরুত্ব’ বিবেচনায় রাখার অনুরোধ জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের এই বৈঠকগুলো দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।