Ridge Bangla

চলমান তাপপ্রবাহ মোকাবিলায় মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

চলমান তাপপ্রবাহ মোকাবিলায় মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএনসিসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপদাহ মোকাবিলায় আজ (রোববার ১১ মে) থেকে মাগরিবের নামাজ পর্যন্ত মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন ডিএনসিসির প্রশাসক। এই নির্দেশ বাস্তবায়নের জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মসজিদ কমিটির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কর্মদিবসে চিঠির মাধ্যমে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেবে।

এছাড়াও চলমান তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্তদের জন্য মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে একটি ‘হিটস্ট্রোক সেন্টার’ খোলা হয়েছে, যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

আরো পড়ুন