সময়টা ভালো যাচ্ছে না মাদ্রিদ ওপেনে তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের। এবারের আসরে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন সার্বিয়ান এই তারকা। শনিবার (২৬ এপ্রিল) ইতালির মাত্তেও আরনালদির কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরে বিদায় নেন তিনি। এমন হারের পর এই টুর্নামেন্টে আর না খেলার ইঙ্গিতও দিয়েছেন জোকোভিচ।
মায়ামি ওপেনে অপ্রত্যাশিত হার, এরপর মন্তে কার্লোতে দ্বিতীয় রাউন্ডে বিদায়—টানা তিনটি টুর্নামেন্টে তিনি হেরেছেন সরাসরি সেটে। এতে হতাশ জোকোভিচ বলেন, “অবশ্যই এভাবে হারলে ভালো লাগে না। তবে এই বছর আমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে, যেখানে প্রথম রাউন্ডেই দুর্ভাগ্যবশত হেরেছি।”
তিনি আরও বলেন, “এখানে ইতিবাচক দিক হলো মন্তে কার্লো বা অন্য টুর্নামেন্টের তুলনায় নিজেকে একটু বেশি উপভোগ করেছি। কিন্তু যে মানের টেনিস খেলা উচিত, তা খেলতে পারছি না। আমি ভালো একজন খেলোয়াড়ের কাছে হেরেছি, এটা স্বীকার করি।”
মাদ্রিদে এটি তার শেষ ম্যাচ কিনা জানতে চাইলে ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ বলেন, “হতে পারে। আমি নিশ্চিত নই আবার ফিরবো কিনা। জানি না কী বলবো। ফিরতেও পারি, তবে একজন খেলোয়াড় হিসেবে হয়তো নয়। এমনটা আশা করি না, কিন্তু সেটা হতেও পারে।”
আগামী মে মাসে ৩৮ বছর বয়সে পা রাখতে চলেছেন তিনি। বয়স ও শারীরিক চ্যালেঞ্জের প্রসঙ্গে জোকোভিচ বলেন, “২০ বছরের বেশি পেশাদার টেনিস খেলছি। যে ভাবনায় এতদিন কোর্টে নামতাম, তা এখন আর মিলছে না। অন্য রকম একটা মানসিক চাপ অনুভব করছি। এখন প্রতিযোগিতায় নামার লক্ষ্যই হয়ে গেছে দু’একটা ম্যাচ জেতা। হয়তো এভাবেই খেলোয়াড়জীবনের শেষ অধ্যায় শুরু হয়। আমার ক্ষেত্রেও সেই সময়টা চলে এসেছে।”