Ridge Bangla

অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ

চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যরা ১৮ মে (শনিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ করেছেন। এ ঘটনার পর রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের অবস্থান তুলে ধরে।

আইএসপিআর জানায়, শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে সাবেক সদস্যদের বক্তব্য শোনেন। তাদের উত্থাপিত দাবিগুলো সেনাবাহিনীর প্রচলিত বিধিমালা অনুযায়ী যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে কোনো তৃতীয় পক্ষের ব্যানারে না এসে সরাসরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পরামর্শ দেওয়া হয়।

আইএসপিআরের তথ্যমতে, এখন পর্যন্ত ৮০২টি আবেদন গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ১০৬টি নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলোর কার্যক্রম চলমান। সেনাবাহিনী জানায়, তারা আন্তরিকতা ও মানবিক বিবেচনার ভিত্তিতে এসব আবেদন পর্যালোচনা করছে।

তবে আইএসপিআর অভিযোগ করেছে, বিক্ষোভ চলাকালে কিছু সাবেক সদস্যের আচরণ সেনাবাহিনীর শৃঙ্খলা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রতিনিধি দল চলে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল অংশগ্রহণকারী গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল ছুঁড়ে এবং অশালীন স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কিছু অংশ ছত্রভঙ্গ করতে বাধ্য হতে হয়।

আরো পড়ুন