তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পরও স্নাতক বা ডিগ্রি সমমানের স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সমান মেয়াদ ও ক্রেডিটভিত্তিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কোর্সের শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি পেলেও তাদের বেলায় বৈষম্য করা হচ্ছে।
শিক্ষার্থীদের এক দফা দাবি—ডিপ্লোমা কোর্সগুলোকে অবিলম্বে স্নাতক বা ডিগ্রি সমমানের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থী রাফিয়া চৌধুরী বলেন, “আমরা বৃষ্টি মাথায় নিয়েও আন্দোলন করছি, কারণ এটা আমাদের ন্যায্য অধিকার। দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।”
এর আগে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে শাহবাগ অভিমুখে রওনা দেন। পুলিশি ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং “ডিপ্লোমাদের ডিগ্রি চাই”, “বৈষম্যের ঠাঁই নাই”—এমন স্লোগান দেন।