রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে সোমবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের ধারণা, বাজারের একটি টেইলার্স দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের মুদি, ওষুধ, কাপড়, ইলেকট্রনিকস, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের দোকানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এত দ্রুত ছড়ায় যে পুরো বাজার এলাকা ভয়াবহ রূপ নেয়। স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, “রাত একটার দিকে আগুন লাগার পর আমরা সবাই মিলে পানি, বালু ও বালতির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করি। পুলিশ ও বিজিবি সদস্যরাও সহযোগিতা করেন। তবে কাছাকাছি কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে থাকা সব মালামাল পুড়ে গেছে। কেউ পাঁচ লাখ, কেউ বা দশ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। অনেকে নিঃস্ব হয়ে গেছেন বলে দাবি করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, অন্তত ৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত বাঘাইছড়িতে একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।