Ridge Bangla

সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে দীপিকার

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর স্টেজ-টু লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং ৩ জুন (মঙ্গলবার) প্রায় ১৪ ঘণ্টাব্যাপী এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার চিকিৎসা সম্পন্ন হয়েছে। দীপিকার স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম, এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

অস্ত্রোপচারের পর দীপিকার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। শোয়েব তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, দীর্ঘসময় ধরে চলা অস্ত্রোপচারের কারণে তিনি রাতেই কোনো আপডেট দিতে পারেননি। তিনি সকল অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান এবং দেরিতে তথ্য দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।

এর আগে ১৫ মে নিজের ইউটিউব ব্লগে শোয়েব ও দীপিকা জানান, দীপিকা দীর্ঘদিন ধরেই পেটের অসহ্য ব্যথায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা যায়, তাঁর লিভারে একটি টিউমার রয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সেটি লিভার ক্যান্সার।

দীপিকার সফল অস্ত্রোপচারের খবর জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরো পড়ুন