Ridge Bangla

আকাশচুম্বী পারিশ্রমিকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন

মাতৃত্বকালীন বিরতি শেষে অভিনয়ে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে একটি সিনেমায় ‘আকাশচুম্বী’ পারিশ্রমিক দাবি করায় নির্মাতা তাকে বাদ দিয়েছেন বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, দীপিকা ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক ও সিনেমার লভ্যাংশ দাবি করেছিলেন। পাশাপাশি তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না এবং তেলেগু ভাষায় সংলাপ বলতে নারাজ—এমন শর্তও দেন।

এসব কারণে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে সিনেমা থেকে বাদ দেন। ‘স্পিরিট’ সিনেমায় নায়ক হিসেবে থাকছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। নির্মাতা বর্তমানে নতুন নায়িকার সন্ধানে রয়েছেন।

এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। যদিও দীপিকা বা পরিচালক কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

উল্লেখ্য, বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক সাধারণত ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে। আলিয়া ভাট, রাশমিকা মান্দানা ও প্রিয়াংকা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়।

এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, “সিনেমার মান নিয়ে আলোচনা করা জরুরি, শুধু কার উপার্জন কত, সেটাই মুখ্য নয়।”

আরো পড়ুন