অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাকে ‘অস্বস্তিকর’ বলে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি। তিনি যাকের জুলাই আন্দোলনের পক্ষের একজন। তার বিরুদ্ধে যেই মামলা হয়েছে, সেটা সরকার করেনি।”
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা এখন স্বাধীন। ফলে মামলা করার স্বাধীনতাও রয়েছে। কিন্তু সেই স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ সঠিক তদন্ত করবে এবং সত্যের পক্ষে থাকবে।”
প্রসঙ্গত, রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায় অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
এই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি ইরেশ যাকেরের নামও অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।