মোহাম্মদ আলী হায়দার পরিচালিত বটতলার আলোচিত মঞ্চনাটক ‘খনা’-র ৯২তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
ঘরের বাইরে নারীর প্রথম বাধার সূচনা যে ঘর থেকেই- এই ধারণাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘খনা’। নারী, শ্রেণি ও সমাজের ক্ষমতার কাঠামোকে কেন্দ্র করে নাটকটি তুলে ধরে এক বর্ণনামূলক ও গভীর সামাজিক পাঠ। দেড় হাজার বছরের পুরনো ইতিহাসের ভিত্তিতে নির্মিত হলেও নাটকটির প্রাসঙ্গিকতা আজও সমানভাবে বিদ্যমান।
‘খনা’ নারী-অধিকার ও সাম্যের বিষয়ে মঞ্চে এক সাহসী উচ্চারণ, যা ইতিহাসের ব্যাখ্যার পাশাপাশি বর্তমান সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবেও বিবেচিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রদর্শনের পর দেশ ও বিদেশে ৯১টি সফল মঞ্চায়নের মাধ্যমে নাটকটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে এই নাট্য-উৎসব ঢাকার সংস্কৃতি-প্রেমীদের জন্য হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ আয়োজন।