সিলেট টেস্টে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয় তুলে সিরিজে সমতা ফেরানো। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচের জন্য আজ চট্টগ্রামে পৌঁছেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
প্রথম টেস্টের দল থেকে এসেছে দুটি পরিবর্তন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার এনামুল হক বিজয় দলে ডাক পেয়েছেন। বাদ পড়েছেন জাকির হাসান। অন্যদিকে, ডানহাতি পেসার নাহিদ রানার পরিবর্তে দলে যোগ হয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে দলও চট্টগ্রামে পৌঁছেছে। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে চান অধিনায়ক ক্রেইগ আরভিন। সিলেটে জয়ের নায়ক ছিলেন ব্লেসিং মুজারাবানি, যিনি প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।
বাংলাদেশের ব্যাটসম্যানরা দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দেন। শান্ত, মুমিনুল হক এবং জাকের আলি ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। বোলারদের মধ্য থেকে কেবল মেহেদী হাসান মিরাজ দুই ইনিংসে ফাইফার পেলেও তা হার এড়াতে পারেনি। এবার সব ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ টেস্টে জয় ছিনিয়ে আনতে মরিয়া বাংলাদেশ দল।