করোনাভাইরাসে দেশে আবারও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং একজন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫০০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ জন, ফলে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় মাত্র ২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়ায় ১৪.২৯ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের মোট হার ১৩.০৫ শতাংশ। সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ, যার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ২০২৪ সালের ২৬ জুলাই দেশে সর্বশেষ করোনা মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপর দীর্ঘ সময় মৃত্যুহীন থাকলেও এবার আবারও মৃত্যু দেখা দিল।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর একই বছরের ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে করোনায় প্রাণহানি ও শনাক্ত চলমান রয়েছে।