Ridge Bangla

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ১৩৬০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

দেশের আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ও তার প্রতিষ্ঠান এস আলম গ্রুপের স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা মোট ১,৩৬০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা ১,৩৬০টি হিসাব জব্দ করা হচ্ছে। এই হিসাবগুলোতে মোট অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৬১৯ কোটি টাকা।

দুদক থেকে আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, “এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিরা ব্যাংকের বিভিন্ন শাখায় থাকা বিপুল পরিমাণ অর্থ অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন। যদি এখনই এই অর্থের লেনদেন রোধ করা না হয়, তাহলে তদন্ত শেষ হওয়ার আগেই এই সম্পদ হস্তান্তর বা বেহাত হয়ে যেতে পারে। একবার টাকা চলে গেলে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে।”

তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে ব্যাংক হিসাবগুলো জব্দের প্রয়োজন ছিল।

উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগে গত ১৬ জানুয়ারি আদালত এস আলম ও তার পরিবারের সদস্যদের মোট ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার জব্দের আদেশ দেয়। এছাড়া, ৩ ফেব্রুয়ারি আদালত আরও একবার বড় অঙ্কের সম্পদ—প্রায় ৩৬৮ কোটি ২৫ লাখ টাকার ১৭৫ বিঘা জমি—জব্দের নির্দেশ দিয়েছিল।

সব মিলিয়ে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় অঙ্কের সম্পদ, টাকা-পয়সা, শেয়ার ও জমির অনুসন্ধান ও জব্দের প্রক্রিয়া এখন পুরোদমে চলছে। তদন্তের শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ স্থানান্তর বা লেনদেনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আরো পড়ুন