Ridge Bangla

টানা বৃষ্টিতে রৌমারীতে ফসলের ক্ষতি, হতাশ কৃষকরা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শতাধিক হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে রৌমারী সদর, বন্দবেড়, যাদুরচর, শৌলমারী, চরশৌলমারী ও দাতঁভাঙ্গা ইউনিয়নের অবস্থা সবচেয়ে করুণ।

ঝাউবাড়ি, বড়াইবাড়ি, ইছাকুড়ি, চর বামনেরচরসহ বহু গ্রামে পানি ঢুকে পড়েছে। কৃষক নূর ইসলাম বলেন, “সব ধান পানির নিচে। যেটুকু কেটেছি তাও শুকাতে পারিনি, গাছ গজিয়ে গেছে।”

ইছাকুড়ির আরেক কৃষক জানান, ২ বিঘার ধান কেটে ৯০০ টাকা মজুর দিয়ে তুলেছেন, কিন্তু ফলন ব্যয়ই তুলতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, তার এলাকার বহু নিচু জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, বেশিরভাগ গ্রামে পানি ঢুকে উঠতি ফসল নষ্ট করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, ১৬৪ হেক্টর বোরা ধানসহ মোট ৩২৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে। যদিও ৯৫৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল, তবে দ্রুত পানি নেমে গেলে ক্ষতি কিছুটা কম হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন