আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিনসহ ঈদের আগের ৭ দিন ও পরের ৫ দিন এই নির্দেশ কার্যকর থাকবে।
সোমবার (১২ মে) বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা প্রস্তুতি সংক্রান্ত অংশীজন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ঈদের আগে এমআরটি, এক্সপ্রেসওয়ে, ওয়াসা ও অন্যান্য সংস্থার রাস্তা খোঁড়ার কাজ বন্ধ থাকবে। বিভিন্ন টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে মনিটরিং টিম গঠন করা হবে। মহাসড়কে দুর্ঘটনা রোধে চালকদের নির্ধারিত গতিসীমা মানার নির্দেশনা দেওয়া হয়েছে।
সেতু ও টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) বুথ চালু রাখতে বলা হয়েছে এবং পশুবাহী যানবাহনের জন্য আলাদা লেনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভাংতি টাকা দিয়ে টোল পরিশোধের বিষয়ে প্রচারণা চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বিআরটিসি স্পেশাল ঈদ সার্ভিস পরিচালনা করবে এবং স্ট্যান্ডবাই বাস প্রস্তুত রাখবে। ঢাকার যানজট এড়াতে কিছু বাস শহরের বাইরে থেকে সরাসরি গন্তব্যে পাঠানো হবে।