Ridge Bangla

৯৫ বছর বয়সেও থেমে নেই ক্লিন্ট ইস্টউড: নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত

হলিউডের জীবন্ত কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড ৯৫ বছর বয়সেও চলচ্চিত্র নির্মাণে সমানভাবে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি বর্তমানে নতুন একটি সিনেমার প্রি-প্রোডাকশনে কাজ করছেন এবং অবসর নেওয়ার কোনো পরিকল্পনাই নেই।

ইস্টউড বলেন, “বয়স যতই হোক, আমি এখনো শিখছি এবং নতুন কিছু করতে আগ্রহী।” বর্তমান চলচ্চিত্রে সৃষ্টিশীলতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আগে স্টুডিওর ছোট কটেজে বসে মৌলিক গল্প লেখা হতো, এখন চারদিকে শুধু রিমেক আর সিক্যুয়েল।”

২০২৪ সালে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ ছবি Juror #2 সমালোচকদের প্রশংসা কুড়ালেও তিনি এটিকে নিজের শেষ সিনেমা মানতে নারাজ। বরং তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, “যতদিন শেখার কিছু থাকবে, ততদিন কাজ করে যাব।”

ক্লিন্ট ইস্টউডের এই অদম্য মানসিকতা ও সৃজনশীলতা বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে একটি বিরল দৃষ্টান্ত এবং অনুপ্রেরণার উৎস হিসেবেই বিবেচিত হবে।

আরো পড়ুন