টালিউডের কালজয়ী ছবি ‘বেদের মেয়ে জোসনা’ আবারও মুক্তি পাচ্ছে নতুন রূপে। উন্নত মানের প্রিন্ট ও আধুনিক সাউন্ড কোয়ালিটির মাধ্যমে ছবিটি এবার দর্শকরা আরও নিখুঁতভাবে উপভোগ করতে পারবেন। ছবিটির নায়ক চিরঞ্জিৎ সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রযোজকের সঙ্গে আলোচনার পর ছবিটির রেস্টোরেশন বা সংরক্ষণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ‘বেদের মেয়ে জোসনা’ মূলত ১৯৮৯ সালে বাংলাদেশে নির্মিত হয়, যেখানে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। তোজাম্মেল হক বকুল পরিচালিত এ ছবিটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে পরিচিত।
পরে ১৯৯১ সালে পরিচালক মতিউর রহমান পানু ছবিটির রিমেক করেন পশ্চিমবঙ্গে, যেখানে অঞ্জু ঘোষের বিপরীতে অভিনয় করেন চিরঞ্জিৎ। সেখানেও ছবিটি দারুণ জনপ্রিয়তা অর্জন করে।
চিরঞ্জিৎ বলেন, “‘বেদের মেয়ে জোসনা’ একসময় দর্শকদের মনে যে জাদু তৈরি করেছিল, আমি চাই সেই আবেগ আবার জেগে উঠুক। যদি এখনো দর্শকরা ছবিটি পছন্দ করেন, তবে তা প্রমাণ করবে সিনেমাটির আবেদন এখনো অটুট আছে।”
তিনি আরও জানান, ছবিটি মুক্তির সময় মাত্র দেড় টাকার টিকিটে প্রায় ১১ কোটি রুপির ব্যবসা করেছিল, যা টালিউডে এক অনন্য নজির। এর আগেও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘নায়ক’, ও ‘অরণ্যের দিনরাত্রি’র রিস্টোর সংস্করণ মুক্তি পেয়ে দর্শকদের আগ্রহ কুড়িয়েছে।