Ridge Bangla

এনসিপির মারামারিতে সার্জিস আলম

বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে (পৌর পার্ক) এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল সাড়ে ৪টায় সার্জিস আলম ও এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ মিছিল নিয়ে প্রবেশ করে এবং সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এতে সার্জিসপন্থী অংশ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মঞ্চে তখন বক্তব্য দিচ্ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা তাহসিন রিয়াজ, সাকিব মাহদী, নাজমুল ইসলাম ও সাদিয়া ফারজানা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রধান অতিথি সার্জিস আলম মাত্র চার মিনিট বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেন।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, “সার্জিস আলম মঞ্চে উঠলে এনসিপিরই একটি অংশ তার বিরুদ্ধে স্লোগান দেয়। অন্য একটি অংশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সার্জিসের সমর্থকরা অন্য পক্ষকে তাড়িয়ে দেয়।”

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন উপদলের মধ্যে সম্প্রতি বিভাজন দেখা দিয়েছে, যা এই সমাবেশে প্রকাশ্য রূপ নিল।

আরো পড়ুন