Ridge Bangla

স্মিতা পাতিলের চরিত্রে অভিনয়ের আগ্রহ, নির্মাতার ঘোষণার অপেক্ষায় চিত্রাঙ্গদা সিং

বলিউডের মেধাবী ও স্বতন্ত্র অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং আবারও আলোচনায় এসেছেন তার সাম্প্রতিক পারফরম্যান্স এবং একটি ব্যক্তিগত ইচ্ছার কারণে। নীরজ পাণ্ডে পরিচালিত ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ তার অভিনয় নজর কেড়েছে দর্শক ও সমালোচকদের। তবে এবার তিনি মন খুলে জানালেন, প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের বায়োপিক হলে, সেই চরিত্রে অভিনয় করতে চান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা বলেন, “অনেকেই বলেন, আমার চেহারার গড়ন, চোখের অভিব্যক্তি এবং সার্বিক উপস্থিতি স্মিতা পাতিলের মতো। এই তুলনা আমাকে আবেগপ্রবণ করে তোলে। আমি নিজেও তার বিশাল ভক্ত।”

তিনি আরও বলেন, “স্মিতা পাতিল ছিলেন নারীর সাহস, লড়াই ও আবেগের প্রতীক। তার জীবন এতটাই বৈচিত্র্যময় ও সংগ্রামী, সেটা পর্দায় তুলে ধরার মতো উপযুক্ত একটি প্রজেক্ট হওয়া উচিত। যদি কোনো নির্মাতা এই বায়োপিক নির্মাণের উদ্যোগ নেন, আমি এক মুহূর্তও দেরি করব না।”

স্মিতা পাতিলের জীবন সত্যিই ছিল উত্থান-পতনে ভরা। সমালোচকপ্রিয় আর্ট ফিল্ম ও বাণিজ্যিক ছবির মধ্য দিয়ে তার ক্যারিয়ার যেমন বহুমাত্রিক ছিল, তেমনি রাজ বব্বরের সঙ্গে প্রেম ও বিবাহবহির্ভূত সম্পর্ক এবং মাত্র ৩১ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে মৃত্যু—এই সবকিছু তাকে বলিউডের অন্যতম আলোচিত চরিত্রে পরিণত করেছে।

চিত্রাঙ্গদার এই আগ্রহ প্রকাশের পর তার ভক্ত এবং সিনেমাপ্রেমীরা এখন অপেক্ষা করছেন কোনো প্রযোজক বা নির্মাতার কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার। বহুদিন ধরেই স্মিতা পাতিলের জীবনভিত্তিক সিনেমার দাবি উঠছিল, এবার হয়তো সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।

আরো পড়ুন