বিশ্বজুড়ে বিস্ময়কর অবকাঠামো নির্মাণে শীর্ষে থাকা চীন এবার খুলে দিতে যাচ্ছে একটি নতুন সেতু, যা উচ্চতার দিক দিয়ে ছাড়িয়ে যাবে সবকিছুকে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি আগামী জুন মাসে চালু হওয়ার কথা রয়েছে।
সিএনএন জানিয়েছে, নদীর পানিস্তর থেকে এই সেতুর উচ্চতা প্রায় ২ হাজার ৫১ ফুট বা ৬২৫ মিটার, যা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে প্রায় ৯৪৭ ফুট বেশি।
গুইঝৌ একটি পাহাড়ঘেরা ও দুর্গম এলাকা, যাতায়াতে দীর্ঘ সময় লাগত। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে নির্মিত এই সেতু শুধু একটি নতুন রেকর্ডই গড়ছে না, এটি চীনের জাতীয় অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার একটি বড় অংশ। সেতুটি চালু হলে, যে পথ পাড়ি দিতে আগে দুই ঘণ্টা সময় লাগত, তা কমে আসবে মাত্র কয়েক মিনিটে।
এই সেতু নির্মাণের মাধ্যমে গুইঝৌ অঞ্চলে যাতায়াত যেমন সহজ হবে, তেমনি অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থাপত্য ও প্রকৌশল উভয় ক্ষেত্রেই এটি হবে একটি অনন্য উদাহরণ।