Ridge Bangla

পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সাদিয়া (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাদিয়া উপজেলার যোকাদহ গ্রামের সাদ্দাম আলীর মেয়ে এবং গৌরীপুর গ্রামের মো. বকুল আলীর নাতনি। পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া তার নানার বাড়িতে বেড়াতে এসে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পদ্মা নদীতে গোসল করতে যায় এবং নিখোঁজ হয়।

বিকেল ৪টার দিকে স্থানীয় কয়েকজন তরুণ নদীতে গোসলের সময় পায়ে কিছু অনুভব করেন। পরে খোঁজ নিয়ে দেখা যায়, সেটি সাদিয়ার নিথর দেহ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়েছে।

আরো পড়ুন