কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে পুকুরে ডুবে শারিফ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাবলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। নিহত শারিফ মিয়া অষ্টগ্রাম সদর ইউনিয়নের আলমদিঘী গ্রামের কৃষক আশিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কৃষক আশিক মিয়া তার ছেলে শারিফকে নিয়ে হাওর সংলগ্ন আখড়ার সামনে ধান শুকানোর খলায় যান। আশিক ধান শুকানোর কাজে ব্যস্ত থাকাকালে শিশু শারিফ খেলাধুলা করতে করতে সবার অজান্তে পাশের পুকুরে গিয়ে পড়ে যায়।
দীর্ঘ সময় ছেলেকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাবলিপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “রোববার দুপুরে কৃষক আশিক মিয়ার ছেলে শারিফ পুকুরে ডুবে মারা গেছে।”