Ridge Bangla

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে দ্বিতীয় দফার আলোচনায় বসেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐকমত্য কমিশন’। সোমবার (২ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এর কিছুক্ষণ আগেই, বিকেল ৪টা ৪৬ মিনিটে একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করেন অধ্যাপক ইউনূস।

বৈঠকে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রাথমিকভাবে নির্ধারিত দল ও জোটগুলোকে আমন্ত্রণ জানানো হলেও পরবর্তীতে আলোচনায় যোগ দেওয়া হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটকেও।

বিএনপির প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অংশ নেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

এছাড়াও বৈঠকে অংশ নেয় এনসিপি, এলডিপি, গণসংহতি আন্দোলন, লেবার পার্টি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদ, এবি পার্টি ও নাগরিক ঐক্যের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক সংকট নিরসন ও একটি গ্রহণযোগ্য সমঝোতা খুঁজে পেতেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন