রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ আয়োজনের উদ্বোধন করেন।
এ বছর পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীর ৬২ জন কৃতী সদস্যকে পদক প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, পুলিশ সপ্তাহের বিশেষ কার্যক্রমের মধ্যে রয়েছে:
-
৩০ এপ্রিল: এসবি, সিআইডি ও র্যাবের প্রেজেন্টেশন
-
মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক
-
ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এন্টি টেরোরিজম ইউনিটের পৃথক প্রেজেন্টেশন
-
১ মে: আইজি ব্যাজ প্রদান অনুষ্ঠান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মেলন, নাগরিক মতবিনিময় সভা, পুনর্মিলনী ও নৈশভোজ
-
২ মে: পুনাক-এর বার্ষিক সমাবেশ, আনন্দ মেলা, স্টল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
সাম্প্রতিক সময়ে পুলিশের ভূমিকা ও গণমুখী সেবাকে গুরুত্ব দিয়ে এবারের পুলিশ সপ্তাহের আয়োজন সাজানো হয়েছে।