Ridge Bangla

প্রধান উপদেষ্টা ইউনূস পদত্যাগ করছেন না নিশ্চিত করলেন বিশেষ সহকারী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে ফয়েজ লিখেছেন, “ড. ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, তবে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য তার নেতৃত্ব প্রয়োজন।” তিনি বলেন, সরকারকে আরও কার্যকর এবং উপদেষ্টা পরিষদকে গতিশীল করে তুলতে হবে, যাতে জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি তুলে ধরা যায়।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ ও মতবিনিময়ের মাধ্যমে একটি জাতীয় ঐকমত্য গঠন করা জরুরি।

সেনাবাহিনী প্রসঙ্গে ফয়েজ মন্তব্য করেন, “সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না, তবে তাদের সম্মান ও আস্থা বজায় রাখতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, “আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে নির্দিষ্ট তারিখ ঘোষণার এখতিয়ার একমাত্র প্রধান উপদেষ্টার।”

তিনি আরও জানান, জুলাই-আগস্টে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি জাতীয়ভাবে উদযাপন করা হবে এবং এই সময়ের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন