Ridge Bangla

আগামী জুনে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জুন মাসে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সফর ৯ থেকে ১৩ জুন পর্যন্ত হতে পারে। সফরকালে তার রাজা চার্লস এবং নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম প্রধান গন্তব্য হওয়ায়, এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। তারা যৌথভাবে অর্থ ফেরত আনার বাস্তবসম্মত পথ ও আইনগত প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

এছাড়া সফরে বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্ব, রোহিঙ্গা সংকট, এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ইস্যুতে আলোচনা হবে। বিশেষ করে রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, এবং সাম্প্রতিক সময়ে এই ইস্যুতে অর্থায়ন কমে যাওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। এ প্রেক্ষাপটেও এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সফরের বিস্তারিত কর্মসূচি ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

আরো পড়ুন