সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তারা মিয়া (৬০) নামে এক খামারিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার খামার থেকে চারটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায় ডাকাত দল। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে। তিনি চাষাবাদ ও গবাদিপশু পালন করতেন এবং নাতি ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, গভীর রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ঘরে হামলা চালায়। তারা প্রথমে ইব্রাহিমকে বেঁধে ফেলে এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে চারটি গরু লুট করে নৌকায় পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ঘটনাস্থলটি দুর্গম চর এলাকা হওয়ায় ডাকাতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় খামারিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।