Ridge Bangla

আ. লীগ ও তার সহযোগী সংগঠনের ১৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরগুনায় বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ১৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বরগুনা থানায় মামলাটি করেন বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম। মামলায় একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

ঘটনার পরপরই আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) তাকে আদালতে হাজির করা হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। মামলায় আরও রয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু, বরগুনা পৌরসভার সাবেক মেয়র কামরুল আহসান মহারাজ ও শাহাদাত হোসেন, আমতলী ও বেতাগী পৌরসভার সাবেক মেয়র, উপজেলা চেয়ারম্যান, আইনজীবী, সাংবাদিক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া এবং হাতবোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। মামলার বাদী অভিযোগ করেন, সে সময় আওয়ামী লীগ সরকারে না থাকায় ক্ষতিপূরণ বা প্রতিকার পাওয়া যায়নি।

আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা, পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়াধীন।

আরো পড়ুন