নোয়াখালীর সেনবাগ থানায় দায়েরকৃত একটি মামলার প্রধান আসামি হয়েও মিজানুর রহমানকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসনের বিভিন্ন মহলে এবং সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, বিএনপি নেতা নুরনবী বাচ্চু ২০২৪ সালের ১৮ আগস্ট সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় তৎকালীন পুলিশের কর্মকর্তা মিজানুর রহমান বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট চালান এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। মামলাটির তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ।
মিজানুর রহমান এর আগে ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) পদে কর্মরত ছিলেন। গত ১৯ মে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের স্বাক্ষরিত আদেশে তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে বিষয়টি আলোচনায় এলে তিনি পরদিন (২০ মে) সাতদিনের ছুটিতে চলে যান।
ময়মনসিংহের পুলিশ সুপার বলেন, “মামলার বিষয়টি আমার জানা ছিল না। জানার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
সাবেক দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এম এ হান্নান খান বলেন, “একজন মামলার আসামিকে এমন গুরুত্বপূর্ণ থানার ওসি হিসেবে নিয়োগ অনুচিত এবং প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ।”