Ridge Bangla

অভিবাসন নীতিতে বিশেষ পরিবর্তন এনেছে কানাডা

কানাডার নতুন সরকার অভিবাসন নীতিতে রক্ষণশীল অবস্থান গ্রহণ করেছে, যার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকার ২০২৭ সালের মধ্যে স্থায়ী অভিবাসনের সংখ্যা হ্রাসের পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন নীতির আওতায়, বার্ষিক স্থায়ী অভিবাসনের সংখ্যা দেশের মোট জনসংখ্যার ১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে, যা প্রায় ৪ লাখ।

একই সঙ্গে সরকার অস্থায়ী অভিবাসনের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করেছে। ২০২৭ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ২০২৫ সালে স্টাডি পারমিটের সংখ্যা ৪ লাখ ৩৭ হাজারে সীমাবদ্ধ করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১০ শতাংশ কম। মাস্টার্স ও পোস্ট-ডক্টরাল শিক্ষার্থীদের জন্য প্রাদেশিক বা আঞ্চলিক প্রত্যয়নপত্র (Attestation Letter) বাধ্যতামূলক করা হয়েছে।

সরকার বলছে, এসব পরিবর্তন কানাডার অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও টেকসই করার লক্ষ্যে নেওয়া হয়েছে। তবে এতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

আরো পড়ুন