পলিথিনের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারে অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (১৯ মে) সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে। একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ সম্পূর্ণভাবে বর্জন করা জরুরি।” তিনি বলেন, “কাপড় ও পাটের ব্যাগের ব্যবহার শুধু পরিবেশ রক্ষা নয়, স্থানীয় অর্থনীতিকেও সমর্থন করবে।”
তিনি প্লাস্টিক ও পলিথিন শপিং ব্যাগের ভয়াবহ পরিবেশগত ক্ষতির বিষয়ে আলোচনায় বলেন, “সরকার ইতোমধ্যে নানা সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে, তবে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়।”
এছাড়া, তিনি নগরায়নের চাপে পুকুর, খাল ও জলাশয় ভরাটের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষা ও পানির সংকট মোকাবেলায় প্রাকৃতিক জলাধার রক্ষা অত্যন্ত জরুরি।”
তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের সূচনা করতে পারে।”
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবীর, পরিবেশ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা। সকলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।