Ridge Bangla

পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করার আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে সক্রিয়ভাবে কাজ করা দরকার। তিনি বলেন, “টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে সংযুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানেই পরিবেশ রক্ষা করা।”

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের এজওয়াটার গ্যালারিতে মাহীন খানের বৈশাখী উৎসব ও ‘ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইলস’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান ফ্যাশন ডিজাইনার মাহীন খানের উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই প্রদর্শনী ডিজাইনারের সৃজনশীলতার পরিচয় বহন করে। মাহীন খান ঐতিহ্য রক্ষা করতে পরিবেশবান্ধব টেকসই পন্থা গ্রহণ করেছেন, যা শুধু শিল্প নয়, বরং ভবিষ্যতের জন্য একটি টেকসই দিক নির্দেশনা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সংস্কৃতিমনা দর্শকরা। বক্তব্য রাখেন ডিজাইনার মাহীন খান, আয়োজক শৈবাল সাহা, ইউসিবি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিরা।

বৈশাখী উৎসবের আমেজে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ফ্যাশন শো, গান এবং নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

আরো পড়ুন