Ridge Bangla

ঈদে বিটিভির বিশেষ আয়োজনে গাজী মাজহারুল আনোয়ারের গান

প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী গান নিয়ে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘অল্প কথার গল্প গান’। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী এবং ছেলে শরফরাজ আনোয়ার উপল। উপস্থাপনায় ছিলেন তাঁর মেয়ে, গায়িকা ও উপস্থাপিকা দিঠি আনোয়ার।

গত শনিবার বিটিভিতে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এতে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা আঁখি আলমগীর, মুহিন খান, দিঠি আনোয়ার, অপু আমান, মোমিন বিশ্বাস, স্মরণ, স্বরলিপি ও পিয়াল হাসান।

আঁখি আলমগীর পরিবেশন করেন ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’ এবং পিয়াল হাসানের সঙ্গে দ্বৈতভাবে ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’। পিয়াল এককভাবে গেয়েছেন ‘আমি তো বন্ধু মাতাল নই’। দিঠি আনোয়ার পরিবেশন করেন ‘প্রেম যেন মোর’ এবং অপু আমানের সঙ্গে ‘প্রেমের আগুনে জ্বলে গেলাম’। মুহিন গেয়েছেন ‘আছেন আমার মুক্তার’ ও স্মরণসহ ‘তুমি সাত সাগরের ওপার হতে’। মোমিন ও স্বরলিপি পরিবেশন করেন ‘সবাই তো ভালোবাসা চায়’ এবং ‘ভেঙেছে পিঞ্জর’।

আঁখি আলমগীর বলেন, “অসুস্থ থাকা সত্ত্বেও গেয়েছি। অনুষ্ঠানটি দারুণ হয়েছে।” দিঠি আনোয়ার বলেন, “আম্মু ও ভাইয়ার উপস্থিতি এই আয়োজনে বাড়তি আবেগ এনেছে। সবার আন্তরিকতায় এটি হয়ে উঠেছে স্মরণীয়।” অনুষ্ঠানটি ঈদে বিটিভিতে প্রচারিত হবে।

আরো পড়ুন