Ridge Bangla

ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে। এই বিশেষ বাস সার্ভিস শুরু হবে ৩ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত। অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৪ মে।

সোমবার (১৯ মে) বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাদেশের বিভিন্ন বিআরটিসি ডিপো থেকে চালু থাকবে এই বিশেষ সেবা। টিকিট পাওয়া যাবে ঢাকা মহানগরের মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাড়া) ডিপোসহ দেশের অন্যান্য ডিপোতেও।

প্রধান কিছু রুট ও ডিপো অনুযায়ী গন্তব্যসমূহ:

  • মতিঝিল: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও

  • গাবতলী: রংপুর, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ

  • মিরপুর: রংপুর, ঠাকুরগাঁও, পাটুরিয়া, গোপালগঞ্জ

  • যাত্রাবাড়ী: রংপুর, কুড়িগ্রাম, ভাঙ্গা, বরিশাল

  • নারায়ণগঞ্জ: কুষ্টিয়া, রাজশাহী, নেত্রকোণা

  • সিলেট: ময়মনসিংহ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম

  • চট্টগ্রাম: রংপুর, সিলেট, ভোলা

  • ময়মনসিংহ: ঠাকুরগাঁও, গাইবান্ধা, সিলেট

  • বরিশাল: কুয়াকাটা, ঢাকা

বিআরটিসি যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও নির্ধারিত সময়ে যাত্রা নিশ্চিত করতে বিশেষ নজর দেবে বলে জানিয়েছে। পাশাপাশি যাত্রীরা প্রয়োজন অনুযায়ী বাস রিজার্ভ বা অগ্রিম টিকিট বুকিং করতে পারবেন।

বাস রিজার্ভ ও টিকিট সংক্রান্ত যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার (নির্বাচিত):

  • মতিঝিল: ০১৯১৬৭২১০৪৪

  • গাবতলী: ০১৭১২২৮১১২১

  • মিরপুর: ০১৭৪০০৯৮৮৮৮

  • যাত্রাবাড়ী: ০১৭৩৪১৫৫৩২৪

  • নারায়ণগঞ্জ: ০১৭৩৬৯৮৪৯৩৫

  • চট্টগ্রাম: ০১৭৯৮১৩১৩১৩

  • সিলেট: ০১৭১৯৪০৯৪০

বিআরটিসি অনুরোধ জানিয়েছে, যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই টিকিট সংগ্রহ করে ঈদযাত্রা নিশ্চিত করুন।

আরো পড়ুন