জন্ম থেকেই দুই হাত নেই, একটি পা-ও আকারে ছোট। কিন্তু তাতে দমে যাননি কুড়িগ্রামের ফুলবাড়ীর মানিক রহমান। পা দিয়ে লিখেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১৯২তম স্থান অর্জন করেছেন তিনি।
রোববার (১১ মে) ফলাফল প্রকাশের পর এই সাফল্যে আনন্দে ভাসছে মানিকের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা। পরিবার, শিক্ষক, প্রতিবেশীসহ সবার মাঝে বইছে উৎসবের আমেজ।
মানিক ২০২২ সালে ফুলবাড়ীর জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। এর আগে পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।
ছোটবেলা থেকেই পা দিয়েই লেখার অভ্যাস গড়ে তোলেন মানিক। শুধু তাই নয়, মোবাইল ফোন ব্যবহার ও কম্পিউটার টাইপিংয়েও রয়েছে তার দারুণ দক্ষতা। তার স্বপ্ন, একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া।
মানিকের বাবা মিজানুর রহমান একজন ব্যবসায়ী এবং মা মরিয়ম বেগম একজন সহকারী অধ্যাপক। তাঁরা বলেন, “মানিকের শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আমরা তাকে কখনো দুর্বল ভাবিনি। বরং তার মনোবল ও সাফল্য আমাদের গর্বিত করে।”
মানিক বলেন, “দুই হাত না থাকলেও আল্লাহর রহমত, বাবা-মা ও শিক্ষকদের সহায়তায় আমি প্রতিটি পরীক্ষায় ভালো করেছি। এবার হাবিপ্রবির মেধাতালিকায় জায়গা করে নিতে পেরেছি। আমার স্বপ্ন, একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।”