Ridge Bangla

সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করলো বিপিএ

পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার (২১ এপ্রিল) বিকেলে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন বিপিএ নেতারা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১০ থেকে ১২ জন প্রান্তিক খামারি। বৈঠকে প্রান্তিক খামারিদের ১০ দফা দাবি ও সমস্যার কথা শোনা হয় এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন অধিদপ্তরের মহাপরিচালক।

বিপিএ জানায়, সরকারের সময়োপযোগী পদক্ষেপে সভায় উপস্থিত সব প্রান্তিক খামারি সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের প্রতি আস্থা রেখে এবং জনস্বার্থ বিবেচনায় সংগঠনটি ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ মে থেকে দেশের সব খামার চালু থাকবে এবং খামারিরা সরকারের সকল নিয়ম-কানুন মেনে খামার পরিচালনা করবেন। একইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে বিপিএ।

আরো পড়ুন