Ridge Bangla

অস্ট্রেলিয়াতেও হাউজফুল ‘বরবাদ’, টিকিট না পেয়ে হতাশ দর্শকরা

বাংলাদেশে ঈদে রেকর্ড গড়ে এবার অস্ট্রেলিয়াতেও সাড়া ফেলেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইতালিতে প্রদর্শনের পর শনিবার (২৬ এপ্রিল) অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকস টাউনে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রথম দিনেই দুটি শো ছিল, আর দুটি শো-ই পুরোপুরি হাউজফুল গেছে।

সিনেমাটির অস্ট্রেলিয়া পরিবেশক ঈগল এন্টারটেইনমেন্টের ডিরেক্টর সাব্বির চৌধুরী জানান, “যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তারাই আজ সিনেমা দেখতে পেরেছেন। অনেকেই অন্য ছবি দেখতে এসে ‘বরবাদ’ দেখতে চেয়েছেন, কিন্তু টিকিট না থাকায় ফিরে যেতে হয়েছে। শুরুটা দারুণ হয়েছে, আমরা আশা করছি সামনের দিনগুলোও ভালো যাবে।”

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় এর আগে সবচেয়ে বেশি দর্শক টেনেছিল ২০২২ সালের আলোচিত সিনেমা ‘হাওয়া’, যা প্রায় ১০ হাজার দর্শক দেখেছিল। ‘বরবাদ’ সেই রেকর্ড ভাঙতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাম্প্রতিক সময়ে কয়েক হাজার নতুন প্রবাসী বাঙালি অস্ট্রেলিয়ায় যোগ হওয়ায় দর্শকসংখ্যা বেড়েছে, তাছাড়া শাকিব খানের জনপ্রিয়তাও এখন আগের চেয়ে অনেক বেশি।

ঈগল এন্টারটেইনমেন্ট ছাড়াও সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস মিলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে পরিবেশনা করছে ‘বরবাদ’। তারা জানায়, আগামী শোগুলোর টিকিট অগ্রিম বিক্রিতে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে, যা বাণিজ্যিকভাবেও ইতিবাচক ফল আনতে পারে।

বর্তমানে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, নর্দার্ন টেরিটরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড ও তাউরাঙ্গা শহরে চলছে ‘বরবাদ’-এর প্রদর্শনী।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য ও মানব সাচদেভ। এছাড়া একটি আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্যমতে, বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তির প্রথম ২০ দিনে ‘বরবাদ’ ৫০ কোটি ৮২ লাখ টাকার ব্যবসা করেছে, যা সিনেমাটিকে ব্লকবাস্টারের মর্যাদা দিয়েছে।

আরো পড়ুন