Ridge Bangla

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে বোমা হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ইসরায়েলপন্থী এক বিক্ষোভে পেট্রলবোমা হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২ জুন) দুপুরে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত এ বিক্ষোভে ঘরোয়া পদ্ধতিতে তৈরি মলোটভ ককটেল ছুড়ে মারেন এক ব্যক্তি। এফবিআই এই হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে ৪৫ বছর বয়সী মোহাম্মদ সোলিমানকে গ্রেপ্তার করেছে। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন। পুলিশের ধারণা, হামলাটি এককভাবে সংঘটিত হয়েছে এবং এতে আর কেউ জড়িত ছিল না।

এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে বলেন, “বোল্ডারে সংঘটিত এই পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে আমরা সচেতন এবং তা নিয়ে গভীর তদন্ত করছি।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় ওই ব্যক্তি ফিলিস্তিনপন্থী স্লোগান দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীর হাতে দুটি স্বচ্ছ স্প্রে বোতল ছিল এবং তিনি উচ্চস্বরে ‘জায়নবাদীরা নিপাত যাক’ এবং ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দিচ্ছিলেন।

ঘটনার পর বোল্ডার শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিক্ষোভস্থল ঘিরে রেখেছে পুলিশ। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হামলার উদ্দেশ্য ও হামলাকারীর পটভূমি নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এই হামলা এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে মতবিরোধ তীব্র হয়ে উঠেছে এবং বিশ্ববিদ্যালয়সহ নানা স্থানে সহিংসতা ও বিক্ষোভ বাড়ছে।

আরো পড়ুন