ইরফান খান ছিলেন বলিউড ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের একজন অসাধারণ অভিনেতা, যিনি স্বতঃস্ফূর্ত অভিনয়শৈলী, গভীর চোখের ভাষা এবং চরিত্রে গভীরভাবে প্রবেশের ক্ষমতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন।
১৯৮৮ সালে মীরা নায়ার পরিচালিত সালাম বম্বে সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। সিনেমাটি একাডেমি পুরস্কারে মনোনীত হয় এবং ইরফান খান এরপর ৩২ বছরের ক্যারিয়ারে দেশ-বিদেশের মোট ৯৪টি সিনেমায় অভিনয় করেন।
২০২০ সালের ২৯ এপ্রিল, মাত্র ৫৩ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এই শক্তিমান অভিনেতাকে এখনও গভীরভাবে মিস করেন পরিচালক সুজিত সরকার।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান খানকে নিয়ে আবেগভরে স্মৃতিচারণ করেন সুজিত। তিনি জানান, এখনো তার টিমের প্রতিটি আলোচনায় ইরফানের নাম উঠে আসে নক্ষত্রের মতো। কোনো নতুন সিনেমার পরিকল্পনায় প্রথমেই তাদের মনে পড়ে ইরফানের কথা।
সুজিত বলেন, “এই ইন্ডাস্ট্রিতে ইরফানের মতো একজন মানুষের খুব দরকার ছিল। অনেক অভিনেতা আছে, কিন্তু ইরফানের মতো মানুষ আমি খুব কম দেখেছি। ও যেন এই পৃথিবীর মানুষই ছিল না।”
তিনি আরও যোগ করেন, “ইরফানের সঙ্গে কথা বললে মনে হতো সে যেন অন্য কোনো দুনিয়া থেকে এসেছে। তার মধ্যে আমি এক প্রকৃত সুফিকে খুঁজে পেয়েছিলাম।”
ইরফানের চলে যাওয়ার পাঁচ বছর পেরিয়ে গেলেও তার শূন্যতা যেন আজও পূরণ হয়নি বলিউডে, বিশেষ করে পরিচালক সুজিত সরকারের হৃদয়ে।