Ridge Bangla

বগুড়া হচ্ছে নতুন সিটি করপোরেশন, গণবিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশের নতুন সিটি করপোরেশন হিসেবে যুক্ত হতে যাচ্ছে বগুড়া। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। রোববার (২৭ এপ্রিল) তিনি এই গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের প্রেরিত চিঠির ভিত্তিতে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের আওতাধীন মৌজাগুলো নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রস্তাবের বিরুদ্ধে কারও কোনো আপত্তি থাকলে আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

জানা গেছে, বগুড়া পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ সালে। পরে ১৯৮১ সালে এটি ‘ক’ শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। সময়ের সাথে সাথে এর আয়তনও বাড়ে। ২০০০ সালে আয়তন দাঁড়ায় ১৪.৭৬ বর্গকিলোমিটারে এবং ২০০৪ সালে আরও বিস্তৃত হয়ে হয় ৬৯.৫৬ বর্গকিলোমিটার। বর্তমানে পৌরসভার মোট আয়তন প্রায় ৭০ বর্গকিলোমিটার, যেখানে ২১টি ওয়ার্ড রয়েছে।

সিটি করপোরেশন গঠনের জন্য একটি শহরের ন্যূনতম আয়তন ২৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা কমপক্ষে ৫ লাখ হওয়া প্রয়োজন। বাস্তবে বগুড়ার জনসংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি, এবং আয়তনও দেশের অনেক সিটি করপোরেশনের তুলনায় বড়। তাই অনেকদিন ধরেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি ছিল স্থানীয় জনগণের।

উল্লেখ্য, গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এখন বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া আরও এগিয়ে গেল। স্থানীয় জনগণের মতামত সংগ্রহের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন