রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় একটি ভবনের লিফটের খালি জায়গা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণের নাম রাজন ইসলাম (২৫)। তিনি পাশেই একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।
শনিবার বেলা ১১টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাজনকে হত্যা করেছে।
রাজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়।
এই পোস্টটি পাঠ হয়েছে: ৯