Ridge Bangla

আ. লীগের কার্যক্রম বন্ধে সরকারের সিদ্ধান্তে বিএনপি সন্তুষ্ট: ফখরুল

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (১১ মে) এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, “দীর্ঘ সময়ের দাবির পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা স্বাগত জানাই।” তিনি এ সিদ্ধান্তকে মানবতাবিরোধী অপরাধের বিচার নির্বিঘ্ন করতে এবং বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

ফখরুল আরও বলেন, “এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। তাতে সরকারকে এত চাপের মুখে বিব্রতকর অবস্থায় পড়তে হতো না।”

তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় বিএনপি লিখিতভাবে আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী দল’ হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি তোলে।

মির্জা ফখরুল বলেন, “আমরা বারবার বলেছি, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত।” তবে অতীতে প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধ করার বিরোধিতা করেছে বিএনপি বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, “জনগণ এখনো ভোটাধিকার ফিরে পায়নি, তাদের ক্ষোভ ক্রমেই বাড়ছে।”

আরো পড়ুন