Ridge Bangla

বিএনপির মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন শীর্ষ নেতারা

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক সমাবেশ। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৬০–৭০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন বলে জানা গেছে। সকাল থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। রঙিন ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোলসহ বিভিন্ন উপকরণ নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সমাবেশ শুরুর আগে মঞ্চে সংগীত পরিবেশন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর শিল্পীরা। গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, মৌসুমীসহ আরও কয়েকজন শিল্পী।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও শিমুল বিশ্বাসসহ আরও অনেকে।

সমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিল পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যান চলাচল স্বাভাবিক থাকলেও জিরো পয়েন্ট থেকে পল্টনগামী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আরো পড়ুন